হোক না ভালোবাসাটা খুব সাধারণ! ক্ষতি কী?

এই জোছনাবেলার রাতে তুমি স্বপ্ন হয়ে আসিও।
আমি সময়কে মুঠোবন্দি করে ধরে রাখবো তোমার জন্য।
এই চাঁদের আলোর মতো তুমি আলোকিত জোছনা নিয়ে ফিরে এসো,
আমিও চাঁদের বুড়ির মতো সময়ের জালে,
নাহয় চর্কা কাটবো!

তুমি এলে রাত জাগবে নিরব ধ্যানের মতো,
তুমি এলে বাতাস বয়ে যাবে নীরব বিমোহিত কোন সুর হয়ে।
নক্ষত্ররা তোমার পথ দেখাবে জ্বলজ্বল আলোয়,
আর আমি অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে রইবো আমার খোলা দরজায়।

তুমি আসবে তো?

এই নীল আকাশ, জোছনার প্লাবন আর আমার হৃদয় জুড়ে!
শুধু তোমারই অপেক্ষাতে চাঁদ, জোছনা, বাতাস, অন্ধকার আর আমি বসে একাকী।

একটা মেয়ের রিলেশন ব্রেকআপ হওয়া


bigboss ott

Rehabilitation centre in kolkata