তোকে ছাড়া আমি কিভাবে ভাল থাকবো এই একটা কথা কখনও আমায় ভালো থাকতে দেবেনা :
কেউ কারোর জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না . সময় সবকিছু বদলে দেয় . একসময় যে মানুষটা তোমার সাথে কথা বলতে না পেরে হাউমাউ করে কাঁদতো . আজ সেই মানুষটা তোমার কল রিসিভ করার সময় পায়না কথা বলার জন্য সময় খুজে বের করতে হয় | একসময় যে মানুষটা সারারাত জেগে কথা বলার অনুরোধ করত আজ তারা খুব সহজে ঘুম চলে আসে | একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না কিন্তু আজ তার সময় হয়না তোমার কাছে জানতে চাই বার তুমি খেয়েছ কিনা
একসময় যে মানুষটা তোমাকে ছাড়া আমার এক মিনিটে চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতাম , আজ সেই মানুষটা
কয়েকদিন পরেও যোগাযোগ করার সময় পায়না | একসময় যে মানুষটার তোমার সবকিছু ভালো লাগতো আজ সেই মানুষটার তোমার ভালো জিনিস গুলোও অসহ্য লাগে . সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দের হয়ে যায় , সময়ের সাথে সাথে প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায় .
সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় . শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায়না . ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই . শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি , আবেগ-অনুভূতি কমিটমেন্ট ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবেনা ,, ভুলে থাকার চেষ্টা করো দেখতে মনটা ঠিক একদিন শক্ত হয়ে যাবে | যেমন লোহা কে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় তুমি ঠিক তেমন বারবার আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে |
সময় সব বদলে দেবে . সেদিন আরো আজকের মত তার ফোন না পেলে মন খারাপ হবে না . সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না আসবে না , সেদিন প্রিয় মানুষটাকে কৃতজ্ঞতা জানাবে কারন সে তোমায় ভুলে গেছে বলে তুমি আজ এত শক্ত হয়ে উঠেছে , সেদিন তোমাকে আর কেউ ভাঙতে পারবে না কারণ পাথরের আঘাত করলে কাচই ভাঙবে পাথর না .
ভাঙবে পাথর না আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসলাম তাকে তারভালো খারাপ আমি মানতে পারলাম না , ছি: আমার নিজের প্রতি নিজের রাগ হয় , তার ভালো খারাপ ভালোলাগা যদি আমি মেনে নিতাম ইস তাকেও আগলে রাখা যেত . আমি কেমন প্রেমিক ছিলাম ? কখনো তার ভালোলাগার মূল্য দেইনাই . তার ভালো লাগতো কি জানেন ? তার ভালো লাগতো আমি ছাড়াও আরো অনেকের সাথে কথা বলতে , তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা . তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙ্গায় আমার রাগ সে না ভাঙলেও চলবে . তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া কিন্তু আমি চাইলে হাজার বাহানা , তার ভালো লাগতো মিথ্যে কথা বলা , তার ভালোলাগতো নতুন বন্ধুদের সাথে কথা বলা | তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটা জানতাম ,
তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা , তার ভালো লাগতো আমাকে কষ্ট দেয়া , আমি তার এসব ভালোলাগা মেনে নিতে পারলাম না , ছি: আমি কেমন প্রেমিক ছিলাম ? এজন্যই তাকে আগলে রাখতে পারলাম না আসলে তার ভালোলাগার যে আমি মূল্যই দেই নাই. মানুষের ভাললাগাকে প্রাধান্য দিতে হয় তা না হলে সম্পর্ক টিকে থাকে না . সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মত ভালবেসে যায় , হারিয়ে ফেলেছি আমি আমার ভালো লাগাকে সত্যি সে ভালো ছিল . আমি আজও নীরবে বসে চোখের জল ফেলি আমাকে তুমি বুঝতে পারোনি , হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি . আমার মনের প্রতিটা পাতায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে , একটি বারের জন্য তুমি পড়ে দেখো নি কিন্তু আমাকে দেওয়া ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল . আমিতো তোমাকে মন থেকে ভালোবেসে ছিলাম আজও তোমাকে সত্যি কারের ভালোবাসি , আমার ভালবাসার তো কোন খাত নেই , তোমাকে সত্যিকার অর্থে আমার ভালোবাসার রাজ্যে রাণি করেছিলাম . সব কিছুর পরও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে , সবটাই তো জানতে কতটা পাগলের মত তোমাকে ভালবেসেছি , হায়রে দুনিয়া , এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোন দাম নেই . তোমার দেওয়া ভালোবাসা হলো হয়তো অভিনয় ছিল… তাই না , ? কি দোষ করেছিলাম বলো তো ? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল, কিন্তু আমি তো তোমাকে জোর করিনি .আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম এটাই তো ভালো ছিল ,
কেন এত কাছে এসে আবার এত দূরে চলে গেলে , আমাকে ভালবাসতে তোমার যদি এতটাই অরুচিকর হয় , তুমি কেন তুমি আমাকে এত মিথ্যা স্বপ্ন দেখালে. তোমার মনে আমি নেই সেখানে অন্য কেউ এটা আমাকে বলে দিতে পারতে . আমিতো দিব্যি ভালোই ছিলাম , আমি আমার একা জীবন আর নিরব ভালোবাসাকে নিয়ে , যে ভালবাসায় আমি তোমাকে কখনই কাছে পেতাম না নিজেকে আড়াল করে বসে তোমাকে দেখতাম যে ভালবাসায় আমি নিজে একাই ভালোবাসার কথাগুলো বিরবির করতাম, তোমাকে আজও খুব মিস করি , শুধু মিস করো না তুমি
আজও তোমার একটি কলের আশায় থাকি কিন্তু তুমি, কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে , যে কটা দিন তুমি আমার সাথে ছিলে মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি , তোমাকে আমার জীবনে পেয়ে , কিন্তু না সেটা ছিলো ক্ষণিকের জন্য . আমি পেয়েও তোমাকে হারালাম এর থেকে তোমাকে না পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কোনদিনই হতো না এভাবে একা কাঁদতে হতো না আমাকে . আচ্ছা একটা কথা বলব ? আমার মত কি তোমাকে অন্যকে ভালবাসতে পারবে ? না মনে হয় পারবেনা . তুমি আমার ভালবাসাটাকে এতটাই ছোট করে দেখেছো যে কখনো আমার ভালবাসাটাকে বুঝতে পারোনি , তাই শেষবারের মতো একটা কথাই বলবো কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে . কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিলে সুখে থাকো তুমি তাকে নিয়ে . আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো
সম্পর্কটা যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি , সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন আরেকজনকে খবরের কথা মনে করিয়ে দিই . ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না ! ব্যাপারটা হল সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া . এবং কেয়ার পাওয়া দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি উপভোগ করি. ঘন্টা তিন চার বার ফোন দেওয়া , দিনের শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়া একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া সবকিছুই জানো একটু অন্যরকমের . মাঝে মাঝে মনে হত মানুষটাকে ভালোবাসার জন্য একটা জীবন যথেষ্ট না এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে . কেয়ারিং মানুষগুলো যেন ডেমকেয়ার হয়ে যায় প্রিয় মুখ মুখস্থ হয়ে যায় . রাত জেগে কথা বলার মানুষটা মধ্যরাতে ঘুমোতে শুরু করে
একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে , প্রচন্ড জ্বরের ঘোরে যে বিপরীত মানুষটা এক সময় যে বিপরীত মানুষটা এক সময়, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটাই একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে .টিপ পরলে তোমাকে কি সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পুড়ে যাওয়া কালি ও খেয়াল করেনা . আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগত. তারপর একদিন সবকিছু আগের মত চলতে থাকে না সবকিছু যেন এলোমেলো লাগে মানুষটা অভ্যাস হয়ে গেলও একসময় মানুষটাকে আর আপন লাগে না . হৃদপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে শুরু করে , আহা ইনসোমেনিয়া জাপ্টে ধরে সমস্ত শহরকে . আমরা আশ্রয়হীন থাকতে পারিনা ঠিকি…সব সময় একটা আশ্রয়ের দরকার হয় আমাদের তারপর আমরা দূরে যেতে শুরু করি একটা নিরাপদ আশ্রয় খুঁজি ! একটু প্রেম খুঁজি ! একটু কেয়ারিং চাই . ! মাঝে মাঝে দূরে চলে যেতে হয় ! দূরে চলে যাওয়াটা জরুরী ! কারণ দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বুঝানো যায়না . মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়া দিতে হয় বুকের কতটা ভিতর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় .
জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হল পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও . যাকে তুমি মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকেছিলে . তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু , যার কারনে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে ,কিন্তু এখনো যদি সেই একই ভাবে প্রতারিত হয় তাহলে তুমি এখনো বোকাই আছো .
যে ভালোবাসতে চাই তাকে যে ভালবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই সবাই তো আর সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না. অনেকের ভালোবাসার কথার পিছনে থাকে শুধু অভিনয় ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য ,সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই . তোমার জীবনে হয়তো অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে , কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালবাসবে না . অনেকেই শুধু অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চাই , অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য.
যে মানুষটা হঠাৎ করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করে হয়ে যায় . হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবনের জন্য থাকতে আসে না , অন্য আরেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে আবার চলে যায় . অতিথি পাখি কে যেমন আটকে রাখা যায় না এদের হোক ধরে রাখা যায় না. যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না , তেমনি ভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চাই , তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয়না . মানুষটাকে অপেক্ষা করাতে হয় তার ভালবাসার পরীক্ষা নিতে হয় . এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়
জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়া থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো এতে করে আর যাই হোক অন্তত বহুল কোন মানুষের , স্মৃতি নিয়ে সারাজীবন বেড়াতে হবে না . ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগ এর মত সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে ভুল কোন মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না .সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা যায় , কিন্তু ভুল মানুষের স্মৃতি নিয়ে থাকা যায়না . ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রনা কঠিন ভীষণ কষ্টের.