টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে।এমন একটা ভাব দেখায়,মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই। আর বউ ডাস্টবিনের ময়লা?? মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন! -সেইসব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথাঃ
*মা আর বউ এই দুইজন দুই মেরুর।একজন হলেন জননী অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না।আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ।একজনের সাথে অন্য জনের তুলনা করা মূখতা ছাড়া আর কিছুই না।
আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়।
*আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান। খেতে বসলে খেয়াল করবেন একি কাজটা আপনার স্ত্রীও করেন।
আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন।
আপনার কাছে আপনার বোন/মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই/বাবার কাছে তেমনি আদরের।
আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসজ্ঞী হারা।
নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা! কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই! ভ্যানিশ!
আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে???
আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নাই।
আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে???/p>
তাই একজনের সাথে অন্য জনের তুলনা করবেন না.
Read more: