ম্যাচুরিটি বয়স দেখে আসে না

ম্যাচুরিটি বয়স দেখে আসে না

…অনেকেই ভাবে বয়স বাড়লেই মানুষ ম্যাচিওর হয়। কিন্তু না….
ম্যাচুরিটি হচ্ছে সেই আর্ট, যেখানে তুমি ঠিক বুঝে যাও— কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, আর কখন নিঃশব্দে সরে যেতে হবে….
ম্যাচুরিটি মানে হচ্ছে নিজের ভিতরের ঝড়গুলো নিজেই সামলে নেওয়া।

অভিমান জমলেও মুখে হাসি রাখা।
চোখে জল এলেও, সেটা কাউকে না দেখানো।
একাকিত্বের মধ্যেও নিজেকে শক্ত রাখা।

হ্যাঁ, এগুলো কঠিন, কিন্তু তোমাকেই পারতে হবে।
কারণ এই জীবন কাউকে ছাড় দেয় না।

তোমাকে শিখতেই হবে— নিজেকে গিলে ফেলার প্র্যাকটিস।
তোমাকে এতটাই শক্ত হতে হবে, যাতে ‘ডি’ প্রে’ শ’ ন’ নামক শব্দটা তোমার পাশে আসার সাহস না পায়।
জীবনের সব চ্যালেঞ্জের মুখে একটাই জবাব দাও—
“আমি পারবো, আমি জিতবো!”

অভিমান, কান্না, একাকিত্ব— এসব কারো না কারো জীবনে আসে, এটাই নরমাল।
তুমি যদি এখনই এই ইমোশনগুলো হজম করতে না শিখো, তাহলে কাল যখন সত্যিকারের যু’দ্ধ আসবে, তুমি ভেঙে পড়বে। 🙂😑

একটা মেয়ের রিলেশন ব্রেকআপ হওয়া


bigboss ott

Rehabilitation centre in kolkata