আমি বিশ্বাস করি যারা প্রবল ভাবে ঠকে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারেনা। বড়জোর বিশ্বাস করা ছেড়ে দেয়…
আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয়, তারা কোনোদিন কাউকে নিঃস্ব করতে পারেনা। বড়জোর হারিয়ে দিতে শিখে যায়, জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারেনা…
আমি বিশ্বাস করি যারা চরম ভাবে অপেক্ষা করতে জানে, তারা কখনো কাউকে উপেক্ষা করতে পারেনা। বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়, তাদের উপর আর কোনোকিছুই কোনো প্রভাব ফেলতে পারেনা…
যাদের কথা বলার কেউ থাকেনা, তারাই অন্যের কথা মনে দিয়ে শোনে…
সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে, তারা কোনওদিন কোনো সম্পর্ক ভাঙতে পারেনা। বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না…
যারা ভীষণ ভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায়, তারা অন্য কাউকে অবহেলা করেনা কক্ষনো। বরং বলা ভালো, খুব সুন্দর ভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা…
যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে, তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে…
ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে এসেছে, তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে…
যারা নিদারুণ ভাবে অন্যের ব্যাঙ্গ করার পাত্র হয়, অন্যের কাছে ছোট হয়, তারা অন্য কাউকে ছোট করার আগে দশবার ভাবে, কারণ তারা সেই জ্বালাটা বোঝে…
যারা সম্পর্কে মানিয়ে নিতে নিতে ঘেঁটে জল হয়ে গেছে, তারাই একমাত্র বলতে পারে গলা উঁচিয়ে “যে থাকতে চায় তাকে আগলে রেখো, যে চায়না তাকে যেতে দাও, মানুষকে ছাড়তে শেখো, মুহূর্তকে জড়িয়ে ধরো”…
আমি বিশ্বাস করি যারা অন্ধকারকে ভয় পায়, তারাই একমাত্র আলো দেখাতে পারে প্রত্যেককে…
এই ব্যথা গিলে খাওয়াতে, শোকের উদযাপন, বারবার ঠকে যাওয়াতে, যন্ত্রনা সহ্য করাতে, অন্য কারোর দুঃখ ভাগ করে নেওয়াতে, একটা নিষ্ঠা থাকে, একটা সততা থাকে, একটা অহংকার থাকে, নিজের কাছে নিজে স্বচ্ছ থাকার অহংকার, একটা জেদ থাকে, একটা পবিত্রতা থাকে।
তারা কখনোই এই নিষ্ঠা, এই স্বচ্ছ থাকার ভাগ, ব্যথা সহ্য করার অধিকার আর কাউকে দিতে চায়না, কাউকেই না…
যারা নিজেদের কাছে পরিষ্কার নয়, যাদের ভেতর অহংকার করার কোনোকিচ্ছু বাকি নেই, তারাই প্রতিশোধ নিতে চায়, তারাই প্রতিহিংসায় বিশ্বাসী।