কে জানে কে তুই রাত দিন তোকেই শুনি , স্বপ্নে শুধু তোকেই ছুই. যেদিন ফেসবুক থেকে বেরিয়ে এ বুকে এলি , থমকে গিয়েছিলো অতীত প্রেমের পিছুটান থমকে গিয়েছিলো ট্রাফিক সিগনালে বেজে ওঠা রবি ঠাকুরের গান .থমকে গিয়েছিল আরো অনেক কিছু কে জানে কে তুই
ছাড়লাম সব কালো তোরি কারনে পূর্ণ শহরটাকে অন্য লাগে তোরি কারনে, তোরি কারনে পুরোনো ডায়েরি পেল খুঁজে ভাষা সেই ভাষাতেই নিজেকে ভাসাবো কে জানে কে তুই, আজ আর পিছু ডাকবো না তোমায় বলবো না কেমন আছো শুধু এটুকু জানি তুমি আজ রাজরানী হয়ে লিখছো পারিবারিক নতুন কাহিনী , বেশ কয়েকটা বছর হয়েছে পার তুমি ছেড়েছ আমার হৃদয়ের সমুদ্রের পাড়, তবুও এই সমুদ্রে উঠে ঢেউ.নোনা জলের ঝাপটায় এই দুচোখে ঝাপসা দেখে পুরনো শহরটাকে আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে আমার ভাবনার রাতের আকাশে জানি এ রাতে এখন তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে . কে জানে কে তুই রাত দিন তোকেই শুনি.