আমার খারাপ সময়ে তথাকথিত কাছের মানুষগুলোকে দূরে সরে যেতে দেখেছি, আমার সেই সময়টা পাশে কাউকে প্রয়োজন ছিল কিন্তু সেই সময় সেই সময় সেই সময়টায় আপনজন বলতে আমি কাউকে পাইনি. আমার খারাপ সময়ে যখন আমার কাছের মানুষগুলো যখন আমায় ছেড়ে চলে গেল তখন আমি আমার কাছের বন্ধুদের দূরে দাঁড়িয়ে আমায় নিয়ে হাসি ঠাট্টা করতে দেখেছি.
এতকিছু দেখেও আমি ভালোবাসি বেঁচে আছি, আমি আমার এক টুকরো স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছি. চোখের জল পড়েছে রাতের অন্ধকারে অনবরত সকলের আড়ালে তবুও আমি ভালো আছি. অনেক বাধা এসেছে জীবনে এবং আরো বাধা আসবে ভবিষ্যতে তবুও এগিয়ে যাব আমি জানি. তাই কখনো আর ভেঙে পড়বো না এগিয়ে চলবো হয়তো ভালো কিছু আসবে.
কারণ জীবন মানেই যুদ্ধ, কখনো সুখ আর কখনো দুঃখ,
June 27, 2020
Leave a comment
634