এটা সত্যি আমরা একদিন কেউ আর এই পৃথিবীতে বেঁচে থাকব না, তুমিও থাকবে না চিরজীবনের জন্য. থাকবে শুধুমাত্র আমাদের ভালো-মন্দ কাজগুলো , হয়তো মনে রাখবে কিছু মানুষ যাদের সাথে কাটানো জীবনের ভালো সময় গুলো. তাহলে কিসের প্রতি আমাদের এত অহংকার, কিসের জন্য এত আকাঙ্ক্ষা সবকিছু কে নিজের করে রাখার. একদিন তো হয় আমরা চিতায় উঠবো, নয়তোবা মাটিতে মিশে যাবো.
তাহলে কেনই বা এত অহংকার কখনো কি এটা আমরা ভেবে দেখেছি !!
হয়তো এটাই সঠিক সময় একটু ভেবে দেখার, কতটা কি করতে পেরেছি আমরা অন্যের জন্য . জীবন মানে শুধু নিজেকে বাঁচান নয়, নিজেকে নিয়ে চলা নয় . নিজেকে ভালো রেখে অন্যকে এগিয়ে নিয়ে চলা হয়তো সেটাই আসল জীবন . চলন আজ একটু নতুনভাবে ভাবি, সবাইকে নিয়ে ভাবি,
August 2, 2020
2 Comments
1329