মা ফ্রেন্ডদের সাথে একটু বাহিরে ঘুরতে যাই? নাহ,যেতে হবে নাহ বড় হয়েছিস ঘরে থাক,টইটই কম কর!
-মা স্কুল/কলেজ থেকে সবাই ট্যুরে যাচ্ছে আমিও যেতে চাই! নাহ,এখন এত ঘুরে কাজ নেই বিয়ে হলে বরের সাথে যাস।
-বাবা আমি এখন বিয়ে করতে চাই নাহ,পড়াশোনা করতে চাই! -নাহ,বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে পড়াশোনা করিস।
-বাবা, তুমি নাহ বললে বিয়ের পর পড়াশোনা করাবে তারা আমায়! কই তারা তো দিচ্ছে নাহ? থাক মা,বিয়ের পর স্বামীর সংসারই মেয়েদের সব,তারা যা বলবে মেনে নে😀

বিয়ের পর_

-আজ একটু ঘুরতে নিয়ে যাবে আমায়? কেনো? বাপের বাড়ি থাকতে কম ঘুরেছ নাকি যে এখন যেতে হবে, আমার সময় নেই, যাও নিজের কাজ করো। -আমি আবার পড়াশোনা করতে চাই! নাহ,পড়াশোনা করে কাজ নেই এখন সংসারে মন দেও। -আমি একটা চাকরী করতে চাই!
কিহ তুমি চাকরী করবে! পাড়ার লোকেরা আমাকে কি বলবে ভেবেছো? যাও বাচ্চা সামলাও চাকরী করতে হবে নাহ🙂

বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলোতে একটা মেয়ের জীবনে এগুলো কমন ব্যাপার। বাপের বাড়ির মানুষ বলে সব শখ-আহ্লাদ স্বামীর বাড়ি গিয়ে করো আর স্বামীর বাড়ির লোক বলে বাপের বাড়িতে যা করেছো করে নিয়েছো এখন সংসার সামলাও! 😅 তো একটা মেয়ের স্বাধীনতা, তার মনের শখ,স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার? কারোর ই নয়,কারণ মেয়ে হয়ে জন্ম নেওয়া এখনো অনেক শিক্ষিত পরিবারে এক আজন্মকালের বোঝা! শুধু মানিয়ে নিয়ে আর ত্যাগ করে জীবন পার করো আর প্রতিবাদ করতে গেলেই তো তুমি হবে নারীবাদী, ঘর ছাড়া!😂
এতসব স্যাক্রিফাইসের পরও শুনতে হবে, ভুলটা তোমরাই ছিলো তুমি কারো ভালো সন্তান, কারো ভালো স্ত্রী কিংবা কারো ভালো মা হতে ব্যর্থ! 💔

~