“বাবা” মাএ দুই অক্ষরের শব্দ কিন্তু অর্থ অন্তহীন ।বাবা মানে- মায়া,মমতা, স্নেহ,ত্যাগ, যে নিজের জন্য নয় পরিবারের জন্য বাঁচে।নিজের কথা ভাবার মতো সময় তার কাছে নেই ।নিজের শরীর কে শরীর বলে মনে করেনা।রোদ,ঝড়,বৃষ্টি কিছুকেই তোয়াক্কা করে না বাবা ।
দিন শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফেরে,আমার “বাবা”ডাকার পর ,তার মুখে ক্লান্তি র লেশমাত্র থাকেনা, থাকে মুখভরা হাসি ।
সারা দিনে নিজের জন্য ৫ টাকা খরচ করেনা,কিন্তু এমন একটি দিন নেই যেদিন হাত ভরে আমার জন্য কিছু না এনে বাড়ি ঢুকেছে বাবা ।”আমি খেয়ে এসেছি মা,তুই খা”-এটা বাবার common dialogue…
নিজের জন্য কবে শেষ প্যান্ট, শার্ট কিনেছে আমার তো মনে পড়ে না,যদি কিনতে বলি-“এত প্যান্ট, শার্ট দিয়ে কী হবে?কখন পড়বো?”,আর যদি কিনে নিয়ে আসি-“কী দরকার ছিল, ঘরে এত প্যান্ট, শার্ট নষ্ট হচ্ছে, বেশী বড় হয়ে গেছিস “বলে চিৎকার করে ওঠা।
আর যখন আমার কথা আসে -“কোনটা কিনবি মা?,আরো কিছু লাগবে?”
বাবা কখনো মুখ ফুটে বলেনি “ভালোবাসি”।প্রয়োজনও নেই বলার, কারণ বাবার চোখে মুখেই ফুটে ওঠে আমার প্রতি বাবার ভালোবাসা।যে ভালোবাসায় নেই কোনো ছল,নেই কোনো স্বার্থ, আছে শুধু ভালোবাসা অফুরন্ত ।❤
“বাবা তুমি কেন গো এমন?
নিজের কথা তুমি এটুকুও ভাবোনা।
না জেনে বুঝে অনেক সময় অনেক দুঃখ দিয়ে ফেলি,
তাও তোমার ভালোবাসায় নেই কোনো ঘাটতি।”
কলমে: মমৃতা সাহা