আমাদের মেয়েদের কষ্ট হলে মন খারাপ হলে ঝড় ঝড়করে কেঁদে ফেলি মন হালকা হয়ে যাই
কিন্তু ছেলেরা তারা কি করবে বলুন তো ? তাদের কষ্ট হলে তারা কোথায় যাবে ? ছেলেরা পাহের সমান দুঃখ বয়ে বেড়াই , তারপর ও তারা কাঁদে না বাইরেথাকে কখনো ভেঙে পড়া না , আসলে তারা কাঁদতে জানে না! দুঃখ গুলো গলার কাছে দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাই বুকের খাঁচায় টনটনে ব্যাথা গুলো , সুঁচ এর মতন এফুর ওফুর করে ফেললেও তারা কাঁদে না, তারা ভিতর ভিতর ভাঙ্গে বার বার ভাঙ্গে , তারা আসলে কাঁদতে জানে না.
বিশ্বাস করুন ছেলেরা কাঁদতে জানে না
একজন ছেলে জন্মের পর তার নাম করণ করার আগেই ঠিক করে ফেলা হয় সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার ঠিক করে রাখা হয়, ঠিক করে রাখা হয় সে গিটার শিখবে না সাতার ? একটা শিশু কে শিখানো হয় পরে গাছ ব্যাথা পেয়েছ, চুপ একদম কেঁদো না তুমি না ছেলে ? ছেলেদের কাঁদতে হয় না ছেলেরা শুধু ভিতর ভিতর ভাঙে. আমের ছেলে ডাক্তার হবে , আমের ছেলে ইঞ্জিনের হবে . এ সব যদি বাদ দিয়ে দি একটা সরকারি চাকরি পেতেই হবে ,
কতো পেয়েছো ছি.. ছি.. ছি.. ছি.. এ টা একটা মার্ক্স্ মুখ দেখাবো কি করে , অমুখ এর ছেলে কে দেখছিস , যে মামার ছেলে পিসের মেয়ে কতো পেয়েছে জানিস ? বিশ্বাস করুন ছেলেটি কাদে ভিতরে ভিতরে ভাঙ্গে , তবুও তাদের চোখের জল গড়িয়ে পড়ে না. এ বাবা তুই কত মোটা , কি কালো, শুনুন আপনি না খুব মুখ চোরা , ছেলেদের মন ভাঙ্গে , ছেলেদের ও প্রেম ভাঙ্গে তাদের ও কষ্ট হয় ভালো বাশের মানুষ ছেরে গেলে, ছেলেরাও তাদের সমস্ত কিছু দিয়ে ভালো বাসতে জানে হয় তো তারা জাহির করতে জানে না , তফাৎ শুধু ছেলেদের কষ্ট হলে হাজার তা হাত এগিয়ে আসে না , তাদের অদৃশ চোখের জল মুছে দিতে . আমরা একের পর এক ছেলেদের কাঁধে এক্সপেক্টশনস এর পাথর চাপিয়ে দিয়ে
তোমাকে চাকরি পেতে হবে !, তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে!, তোমাকে বাবা মা কে দেখতে হবে!, তোমার একটা গাড়ি চাই!, আমার একটা বাড়ি চাই!, আমাদের শুধু চাই র চাই, আমরা একটু একটু করে ছেলেটার কাঁধে পাহাড় সমান বোঝা চাপিয়ে দেয়. ছেলেরাও কাদে গভীর রাতে ছেলেদের ও কষ্ট হয় যদিও তাদের চোখের জল গড়িয়ে পড়ে না. আমরা কখনো একটা ছেলেকে পিঠ চাপড়ে বলিনা তুই পারবি তোকে পারতেই হবে এই চাকরি তা হয় নি ঠিক আছে, এর পরের টা নিষ্চই হবে. কখনো হাত বাড়িয়ে বলি না ওঠ ওঠ আমি আছি তুমি একা নও. আমরা মায়ের আচল বাড়িয়া বলি না খোকা তোর কষ্ট হোক খোকা তোর মন খারাপ আমায় জড়িয়ে ধরে কাঁদ . ছেলেদের কষ্ট হয় তারাও কাঁদে. শুধু আমরা দেখতে পাইনা , সত্যি বলতে আমরা হয়তো দেখতে চাই না.