ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে

ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে

মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না।কারণ মানুষের সবথেকে বড় দূর্বলতা হলো ভালোবাসা।
যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দূর্বলতাও নেই।

জগতে ভালোবাসার দূর্বলতার মতো বড় কোন ক্ষত আর একটাও নেই। এ ক্ষত এমন ক্ষত প্রতিনিয়ত যার মূল্য দিতে হয়। এ ক্ষত এমন ক্ষত ভালোবাসা ছাড়া যার কোন নিরাময়ও নেই।

ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে।

যে কখনোই তোমার দূর্বলতায় আঘাত করবে না।ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার দূর্বলতার ক্ষততে অবহেলার লবন না লাগিয়ে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেবে।

কারণ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু মন থেকে যাকে একবার ভালোবাসে তার থেকে সামান্য পরিমাণ অবহেলাও সহ্য করতে পারে না।ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা ক্যান্সারের মতো যা ভেতর থেকে একজন মানুষকে একেবারে নিঃশেষ করে দেয়।

এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোন মূল্য নেই।

যে মানুষটার কাছে তোমার ভালোবাসার আর চোখের পানির কোন মূল্য নেই,যে মানুষটা তোমার হৃদয়ের আর্তনাদ শুনতে পায়না,বুকের ভেতরের হাহাকার উপলব্ধি করতে পারেনা সেই মানুষটার পায়ের কাছে বছরের পর বছর পড়ে থাকার কোন মানে নেই।

তারথেকে বরং তাকে মুক্তি দেওয়াই ভালো।যদিও খুব কষ্ট হবে তবুও রোজ রোজ মরে যাবার থেকে একবারে মরে যাওয়াই ভালো।বার বার ভেঙ্গে চূড়ে এলোমেলো হবার থেকে একবারে ভেঙ্গেচূড়ে নিজেকে গুছিয়ে নেয়াই ভালো।

জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে বদলে ফেলাই ভালো।মনে রাখতে হবে কষ্ট মানুষকে ঠিক যতোটা দূর্বল করে দেয় সময়ের সাথে সাথে ঠিক ততোটাই শক্তিশালী করে দেয়।যে মানুষ নিজেকে একবার ভেঙ্গেচূড়ে পুনরায় গড়ে নিতে পারে সে মানুষকে পৃথিবীর কোন আঘাতই আর ভাঙ্গতে পারে না।

জীবনে ভালোবাসার প্রয়োজন অবশ্যই আছে তাই বলে ভুল মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করাটা নেহাৎ বোকামি। কারণ ভুল মানুষ জীবনের যোগ বিয়োগের অংকটা সঠিকভাবে শেখাতে পারে না।ভুল মানুষ কখনো ফুল হয়ে জীবন রাঙ্গাতে পারে না।সুতরাং একজন ভুল মানুষকে বুকের মাঝে আঁকড়ে ধরে পুরো জীবনটাকে মূল্যহীন আর নষ্ট করার কোন মানে নেই।তাই তাকে মুক্তি দিয়ে দাও।

জীবন চলার পথে অনেকেই আসবে আবার চলেও যাবে।তোমাকে শুধু সঠিক মানুষটা চিনে নিতে হবে।তোমাকে শুধু সেই মানুষটাকেই বেছে নিতে হবে যে মানুষটা প্রয়োজনে অপ্রয়োজনে সবসময়ই তোমার প্রয়োজন অনুভব করে।

যে মানুষটার জন্য আজ তুমি মরে যাবে বলে শত অবহেলা সহ্য করেও কুকুর সেজে পায়ের কাছে বসে আছো সেই মানুষটাকে ছাড়াই তুমি একদিন বাঁচতে শিখে যাবে,খুব ভালোভাবেই শিখে যাবে।

বন্ধুত্ব এবং ভালবাসা

Read More :

ভারতের সেরা হিন্দি ব্লগ এবং ব্লগার কে?

লেখা _প্রজ্ঞা অনূসুয়া।
📷 অর্পিতা