love blog kolponarrong

“ছোটবেলায় ই ভালো ছিলাম বোধ হয় ”
যত বড় হচ্ছি তত ঝামেলা ধুর।‌আর ভালো লাগে না 😔😔😔 এক বিকেল এ মার পাশে শুয়ে নিয়ে বলেছিলাম কথা গুলো

মা বললো _ কেনো কি হয়েছে তোর আবার ??

জানো মা ,ছোট বেলা টাকে বড্ড ফিরে পেতে চায় মন টা জানি না কেনো বার বার পিছু টানে সেই ছোট বেলা টা এখন সবাই বদলে গেছে সবাই সবার রোজকার জীবন নিয়ে ব্যাস্ত।

মা বলে উঠলো তা তো হবেই সময় এর সাথে সাথে সব টা বদলায় রে মা।

যার সাথে একদিন কথা না বলে দিন কাটত না তার সাথে দিন এর পর দিন কথা না বলে কেটে যাচ্ছে ।

আমরা প্রত্যেক এই এখন খুব ব্যাস্ত । মাঝে মাঝে কথা হয় ভিডিও চাওয়া র মধ্যে দিয়ে ।

কেমন কথা হয় জানো কী রে কি করিস?? কেমন আছিস ??এখানেই সীমিত।

ফেসবুক জুড়ে দুই হাজার টা ফ্রেন্ড, whatsapp এ ১০০ জন, কিন্তু কোথাও না কোথাও আমরা ভীষণ একা 😔😔

মা বলে উঠলো পাশের থেকে একা কেনো এখনো তো তোর একটা friend আছে যে কোনো কারণ ছাড়াই তোর সাথে আছে এই কথা টা শুনেই

মা কে জিজ্ঞেস করলাম কে মা ???

বললো কেনো আমিই তো আছি যে তোকে ছোটবেলা থেকে আগলে রেখেছে ।

মাকে জড়িয়ে ধরে হেসে বলাম —- you are my best friend