Mothers day special

মা ! এই একটা শব্দ আমাদের জীবনে জীবনের সমান। আমাদের জীবনে মা একটা এমন জায়গা যা আমরা ঠিক সুস্পষ্ট ভাবে ব্যাখ্যায় করতে পারিনা। মা আমাদের বাড়ির সেই কোনটা যেখানে আমরা আর সবকিছু ভুল হলে গিয়ে শান্তিতে বসে নিঃস্বাস নিয়ে থাকি। আমাদের জীবনে আমাদের মা হলেন একমাত্র মানুষ যে এক্কেবারে ভেতর থেকে বোঝে, মায়েদের কিছু বলে দিতে হয়না আমাদের,সে নিজে থেকেই বোঝা যায়, আর আমাদের মুখ দেখলেই কেমন করে যেন আমাদের মনের অবস্থা বুঝে ফেলে,সেই আমাদের মা, আর ঠিক সময়মত সঠিক সমাধান চলে আসে হাতের কাছে।এমন কোনো অনুভূতি নেই আমাদের মায়েরা আমাদের জীবন সম্পর্কে জানেনা বা তার জন্য আমাদের সঠিক সমাধান বলে দিতে পারে। একদিনের এর্টটি একটা মেয়ে ৯ মাস তার সন্তান কে জঠরে লালন করে এক দিনের মধ্যেই হয়ে ওঠে মা যার ভাবনা ভালোবাসা তার সন্তান ও আর বাকি পৃথিবীর সমস্ত সনাতনের প্রতি এক ই থাকে। জীবনে যে মানুষের কাছে তার মায়ের স্নেহ থাকে সে সেই স্নেহ ভালোবাসার জোরে সারা পৃথিবী জয় করতে পারে। এমন কোনো পরিস্থিতি জীবনে থাকেনা এমন কোনো অসুবিধে আমাদের জীবনে থাকেনা যা আমাদের মা ঠিক করে দিতে পারেনা।

আঠারো শতকের মা হোক বা বিষ শতকের সন্তানকে গান গেয়ে বা গল্প বলে ঘুম পাড়ানোর অভ্যেস এ যেন একটা অমলিন অভ্যেস কতকটা বৃষ্টির সময়ে তেলেভাজা খাবার মতই অনিবার্য এই অভ্যেস যা চলে আসছে এক ই যাবে আর চলবেও হাজার বছর পরেও।

আমাদের মা হল এমন এক মানুষ যার কাছে আমরা সবথেকে বেশি নিরাপদ থাকি, আমাদের জীবনের সবথেকে আরামের জায়গা হল আমাদের মা। আমাদের ছোটবেলার সমস্তটা জড়িয়ে থাকে আমাদের মা কে নিয়ে, তাদের ছাড়া আমরা আমাদের ছোটবেলা ভাবতে পারিনা। । মা হল একটি ছেলের প্রথম প্রেমিকা আর একটি মেয়ের সারা জীবনের প্রিয় বন্ধু। মায়ের কাছে থাকে আমাদের সব পেয়েছির দেশ, তার কাছেই আমরা সবথেকে আদরের সবথেকে ভালোবাসার হই।
শুভ মাতৃদিবস Happy Mothers Day