আমি মানুষ টা একটু অন্য রকম,
ভাবুক প্রকৃতির কিন্তু হ্যাঁ আবেগী নই, বাস্তববাদী।।
আমি এমন একটা মানুষ, যাকে বহুবার ভালোবাসার নামে প্রতারনা করেছে।
যাকে বারংবার ঠকানো হয়েছে, বিশ্বাস নিয়ে খেলেছে, সময়ে ব্যবহার করেছে তার পর ছুঁড়ে ফেলেছে।।
এত কিছুর পরও আমি কখনোই ভেঙে পড়িনি, কারন আমি বাস্তববাদী, জানি জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে, বাধা যত আসবে তুমি তত বুঝতে শিখবে, বাঁচতে শিখবে।।
যেদিন বুঝেছি তুমি ভালোবাসার নামে আমাকে ব্যবহার করছো,
সেদিন আমি নিজেকে গুটিয়ে না নিয়ে,
নতুন ভাবে গুছিয়ে নিয়েছি।।
আমি মানুষ টা একটু অন্য রকম
ভেঙে পড়ার বদলে নিজেকে শক্ত করে গুছিয়ে তুলেছি।।
তোমার দেওয়া আঘাতে জর্জরিত হয়ে যাইনি বরং সহ্য করে মাথা উঁচু করে আজো স্বপ্ন দেখি হ্যাঁ যে স্বপ্নের বাস্তবরূপ আছে।।
খুব কাছের একজন বন্ধু বলেছিল আচ্ছা তুই এত কিছুর পরেও ভেঙে পড়িস না কেন? অবাক লাগছে তাই না প্রশ্ন টা শুনে!
এমনি ছিলো প্রশ্নটা।
সত্যি বলতে মানুষের খারাপ মন্তব্য, পেছনে বাজে কথা বলা, এই সব নিয়ে সত্যি ই আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ খারাপ লাগে সাময়িক চার পাঁচ সেকেন্ডের জন্য।
তারপর ভাবি এই মানুষ গুলো আর যাইহোক আমার ভালো চায় না, সুতরাং দূরত্ব বজায় রেখে এমন কিছু করতে হবে যেন তাদের সমালোচনার আসর আরো জমে।।
ওই যে বললাম আমি বাস্তববাদী , আবেগে কখনো ভেসে বেড়াই না।
নিজের সমস্যা নিজের সাথে খুলে আলোচনা করি।
জীবনের প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকাই হলো আসল লড়াই
“চলার পথে যে যত কষ্ট পায়,
সে তত বেশি বাস্তববাদী হয়”
জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষের হাত ধরো,
যে তোমাকে তোমার মতো করে বুঝবে।।
খারাপ সময়ে যে মানুষটা ভীষন ভাবে আগলে রাখতে জানে।।
যে মানুষটা ভুল হলে শুধরে আঁকড়ে ধরে রাখতে জানে।।
যে মানুষটা,ভুল পথে পা বাড়ালে, টেনে এনে সামনে এগিয়ে যেতে শেখায়।।
যে মানুষটা তোমার সবকিছু গ্ৰহন করে,পাশে থাকবে সারাজীবন।।
“শূন্যতা কখনো কাউকে শূন্য করে দেয় না।।
কেউ তো আছে। যে, সেই শূন্যতা পূরণ করবেই”
কিন্তু হ্যাঁ কাউকে পাওয়ার আশায় কখনোই নিজেকে শূন্যতায় হারিয়ে ফেলো না।।
জীবনটা তোমার তোমাকে তোমার মতো করে বাঁচতে হবে,
যাওয়া আর এই আসার মাঝে খুঁজে নিতে হবে কে তোমার সমস্ত কষ্ট, খারাপ লাগা, ভালো লাগা গুলো বুঝে আঁকড়ে ধরে রাখতে পারবে, হ্যাঁ জীবনের শেষ দিন পর্যন্ত।।
কেউ তো আছে যে তোমাকে তোমার মতো করে বুঝবে, শুধু সময় কে হাতে নিয়ে খুঁজে নিতে হবে মানুষটিকে 😌
~ ঝিলিক 🌻😌❤️
কলমে- ঝিলিক।।
March 18, 2023
1 Comment
5362