in আবেগ, মনের কথা

তুমি আসবে তো?

এই জোছনাবেলার রাতে তুমি স্বপ্ন হয়ে আসিও। আমি সময়কে মুঠোবন্দি করে ধরে রাখবো তোমার জন্য। এই চাঁদের আলোর মতো তুমি আলোকিত জোছনা নিয়ে ফিরে এসো, আমিও চাঁদের বুড়ির মতো সময়ের জালে, নাহয় চর্কা কাটবো! তুমি এলে রাত জাগবে নিরব ধ্যানের…

Continue reading