বাবারা শুধু ভালবাসতে জানে

বাবারা শুধু ভালবাসতে জানে

দেখবেন বাবাদের জামা কাপড় মাদের শাড়ির থেকে কম দামের হয়ে থাকে, বাবাদের আগ্রহ কোন কিছুর প্রতি থাকে না নিজের জন্য , বাবাদের একটি ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে , বাবাদের এক জোড়া জুতো চলে বছরের পর বছর, বাবা নিজের কম দামি ফোন টা এক্কেবারে নষ্ট না হয় ফেলে দেয় না , বাবারা রোদ বৃষ্টি আর কষ্ট নিয়ে , সঞ্চয় করে থাকে , বাবারা কিন্তু সবচেয়ে সস্তা হোটেল খায় , কারণ নিজের জন্য কৃপণ বাবাটা নিজের স্ত্রী এবং সন্তানের জন্য সবচেয়ে দামি জিনিসটা নিয়ে থাকে নিজের মতন করে তাদের জন্য ব্যয় হিসেবী হয়ে থাকে. বাবারা একেবারে বাধ্য না হলে না কথাটি বলে না , বাবারা ভালোবাসি কথাটি বলতে জানে না, কিন্তু করতে জানে , পৃথিবীর সব পুরুষ খারাপ হতে পারে কিন্তু বাবারা কোনদিনও খারাপ হতে পারে না

তুমি কেন বলো বাপের বাড়ি যাচ্ছি ?