আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা খুব সহজ কাউকে জানতে যাওয়ার বিপরীতে মনকে মানিয়ে নেওয়াটা আরও সহজ আমাকে মানিয়ে নেওয়ার চাইতে দূরে সরিয়ে দেওয়াটা আরও সহজ । আমাকে আপন ভাবার চাইতে পর ভাবাটা আরও সহজ. হ্যাঁ এটা আমি, আমাকে ভুল বুঝতে কারণ বিশেষ কারণ খুঁজতে হয় না, আমার নিজের চলাফেরা অন্যের কাছে হয়ত অপছন্দ। আমি লোকের সাথে মিশি না ব্যাপারটা তেমন নয়, আমি মিশি, কথা বলি , খোঁজ নেই, আড্ডা মারি , বন্ধুদের সময় দেই, তারপরও আমার দোষ ধরাটা খুব সহজ । লোকের পিছনে খরচ করার মত কাড়ি কাড়ি টাকা আমার নেই, আমার না আছে মস্ত বড় এডুকেশনাল ডিগ্রী, না আছে এটা ওটার বড়াই । হয়তো অনেকের চাওয়া-পাওয়ার সাথে আমার হিসেবের খানিকটা গড়মিল আছে, আর তাতেই আবার যত দোষ । সবাইকে খুশি করা আমার স্বার্থের বাইরে। কারো সাথে দেখা হলে এতোটুকুই জিজ্ঞাসা করতে পারি কেমন আছো ? বাসার সবাই ভালোতো ? শরীর ঠিক আছে? আর সময় থাকলে কোথাও টু বসে বা দাঁড়িয়ে গল্প , আড্ডা এইতো এটাই আমি। তারপরও আমার দোষ ধরাটা খুব সহজ। আমি সবসময় সবার খবরটা নিতে পারিনা , পারিনা বলাটা ভুল হবে খোঁজখবর নেওয়াটা ছেড়ে দিয়েছি। কাজের চাপ থাকে, বিভিন্ন ব্যস্ততা, তাতেই আমি অনেকের কাছে বেইমান, হয়তো খারাপ, ভুলে গেছি এখন তো আমার আর দরকার নেই, সব হয়ে গেছে আর কি।

লোকের টাকা হয়েছে তাই আলাদা ভাবে নিজেকে । আরও কত শত অভিযোগ কিছু প্রকাশ্যে , আর কিছু আড়ালে । হ্যাঁ এটাই সত্যি আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ, আমি আমার জীবন থেকে শিখেছি, একটা মানুষের সবচেয়ে গুরুত্ব সময় সম্পদ হলো তার আত্মমর্যাদা। আমি কখনই চাইব না আমার আত্মমর্যাদা নষ্ট হোক , কিংবা আমার কারনে অন্য কারোর ক্ষতি হোক। তা হয়তো কারর অনেক ক্ষতি করে দিয়েছি। আপনি বড়দের সম্মান দিতে ,আর ছোটদের সহ মর্যাদা দিতে না পারলে আপনি আর যাই হোন মানুষের পর্যায় অন্তর্ভুক্ত নন । দিনের শেষে আমিও একজন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও ভুল করি আবার যখন ভুলটাকে কেউ ধরিয়ে দেয় তখন হাসিমুখে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি. তার পরেও অনেকের কাছে বন্ধুত্বের চেয়ে ভুলটা বড়, অনেক অনেক বড়। ভুল হোক কিংবা না হোক, ভুল করার আগেই আমি অপরাধী ।