পৃথিবীটা যেন থমকে গেছে….
অজানা আতংকে দিনানিপাত করছি আমরা ..
এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছি সবাই…
সুস্থ সাভাবিক জীবনের প্রানোচ্ছলতা উদ্দিপকতা কোথায় যেন হারিয়ে গেছে…
কোলাহলপূর্ণ চতুরংগের দুনিয়াটা আজ ধূসর মলিনতায় ছেয়ে গেছে।
.
অলিগলিতে আর আড্ডা জমে না,
চায়ের কাপে আর ঝড় ওঠে না…
সবার কপালে আজ চিন্তার বলিরেখা স্পষ্ট দৃশ্যমান ।
.
টেনশান টেনশান চারিদিকে শুধু টেনশান…..
ঘরে বসে বন্দিদশা আর কাটে না, টেনশান !
খাবার ফুরিয়ে আসছে, জমানো টাকা ফুরিয়ে যাচ্ছে,
চাকরির টেনশান, বাড়ি ভাড়ার টেনশান,
মাস শেষে বিলের টেনশান !
ঘরের বাহিরে পা দিলে সংক্রমন হওয়ার টেনশান !
হাসপাতালে চিকিৎসা না পাওয়ার টেনশান !
আক্রান্ত হয়ে একা ধুকে মরার টেনশান !
মরার পরে জানাজা বা সতকার না পাওয়ার টেনশান !
এতো এতো টেনশান, পরিণত হচ্ছে ডিপ্রেশনে…
কোভিড ডিপ্রেসড!!
বাক্সে বাক্সে বন্দি আমরা সবাই আজ কোভিড ডিপ্রেসড!
কবে এই ডিপ্রেশনের কালো ছায়া সরবে ?
কেটে যাবে সব ভয় ?
দুশ্চিন্তার সব কালো মেঘ ঝরে যাবে…
কবে ? ! ?
.
একদিন,,,,,,,,
আবারো রোদ হাসবে,
কালো ছায়ারা আর খেলবেনা,
চিন্তার বলিরেখাগুলো ম্লান হয়ে যাবে,,
মুক্ত বিহনে উড়ে বেড়াব পৃথিবীর বুকে,,
কোলাহলে পরিপূর্ণ হবে সবদিক,
আডডা ফিরবে, চায়ের টং ফিরবে,
সংক্রমনের ভয় থাকবে না, নতুন আক্রান্ত থাকবে না,
জীবনযাত্রার সাভাবিক চিত্র আবারো ফিরবে।
….
সেই আশায় হতাশাকে উপড়ে ফেলি।
এখন শুধুই অপেক্ষা….