কাঁদছো কেন ? ভয় পাচ্ছি ! কেন ? বিদুৎ চমকাচ্ছে …বোকা মে এতে কাদের কি আছে . জানি না ভয় পাই! যে কান্না থামাও নইলে ফোন রাখলাম এর পর কান্নার শব্দ আরো বেশি বেড়ে গেল . আমি রাগ করে ফোন কেটে দিলাম মেয়েটি ভয়ে এবং কষ্টে আরো বেশি করে কাঁদতে আরম্ভ করলো

ছেলেটি কিছুক্ষন পর আবার ফোন করলো… হ্যালো .. মেয়েটি তখনও কাদছিলো ছেলেটি বললো তুমি এখনো কান্না থামাও নি ?

ফোন কেটে আবার ফোন কেন করলে তুমি !কাঁদবো আরো বেশি করে কাঁদবো আমি মাই কাদঁলে তাতে তোমার কি ?

পাগলী মেয়ে রে তুই একটা…. কান্না থামাও ! এখনো ভয় পাচ্ছ ?

হা!
ভয় পায় না আমি তোমার বাসার সামনে দাড়িয়ে আছি তুমি ভয় না পেয়ে চুপ করে ঘুমাও.

কি বলছো ? এ তো রাতে বৃষ্টির মধ্যে তুমি এখানে কেন ?

কারণ তুমিযে ভয় পাচ্ছ তাই…

পাগল একটা

এর পর কিছুক্ষন কথা বলে মেয়েটি সুখের স্মৃতি নিয়ে ঘুমিয়ে পড়লো, আর ছেলে টি ভালোবাসার টানে ভোর পর্যন্ত মেয়েটির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলো. তবে পরের দিন থাকে আর ছালে টি কে আর খুঁজে পাওয়া যাই নাই . আর বজ্রপাতে মেয়েটিও আর স্বাভাবিক নয়, হয়তো চিকৎসাধীন অবস্থায় পড়ে আছে কোনো এক মানসিক হাসপাতাল এ ….

এখনো মাজা মাঝে মাঝে মে টি কে সেই চার্জ বিহীন ফোন টি কে নিয়া কান্না করতে দেখা যাই তবে এখনো বৃষ্টির দিনে মধ্য রাতে সে খানে একটা আওয়াজ শোনা যাই কেউ যেন ঠিক এই ভাবে বলছে! ভয় পাস না রে পাগলি আমি তো তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তুমি ঘুমাও.