হ্যাপি ভাই ফোঁটা স্ট্রাউস হোয়াটসআপ টেক্সট

হ্যাপি ভাই ফোঁটা স্ট্রাউস হোয়াটসআপ টেক্সট

“প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া
মোদের ভাই বোনের এই বন্ধন,
লক্ষ্য প্রাণের টানে হৃদয় মিলিয়ে
ভালোবাসার দ্বীপ যাবো জ্বালিয়ে,
জীবন যুদ্ধে যদি পরি কেউ পিছিয়ে
বেদনা কাতর চোখের জল দেবো মুছিয়ে।”
✓✓✓শুভ ভাইফোঁটা✓✓✓

“বছরে একদিন ভাইফোঁটা হয়
প্রতিদিনের জীবনে তার সুধা রয়
ভাইয়ের সাধনা বোনের কামনায়
দীর্ঘায়ু হোক ভাইফোঁটার পরিচয়।”
**”হ্যাপি ভাই ফোঁটা”***

“জ্বালিয়ে প্রদীপ ডালা সাজিয়ে নিয়ে
চন্দন আর চোখে কাজল দিয়ে,
ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে
আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।”
happy Bhai fota

“পুব আকাশে সূর্য হাসে সোনা ভরা সকালে
বোন আজ দেবে ফোঁটা ভাইয়ের কপালে,
জমের দুয়ারে পরবে কাঁটা এমন শুভ দিনে
প্রেম প্রীতি ভালোবাসায় রেখো বোনকে মনে।”
•• subho bhai ditiya ••

“বিশ্ব জোড়া ভাই আছে
বোনের আদর পাবে সবার কাছে
শুধু মনের আগল খুলে রাখা চাই
ভাই বিনা জীবনের কদর নাই,
**”শুভ ভাই দ্বিতীয়া”**

“ভাই বোনদের এই বন্ধনে
জীবন ভরুক নতুন আলোর সন্ধানে
খুশির আশা জাগুক প্রাণে
প্রেম প্রীতি ছড়িয়ে পড়ুক বিশ্বভুবনে।”
**শুভ ভাইফোঁটা***

“বোন কপালে দিল ফোঁটা
জমের দুয়াড়ে পরলো কাটা”
**শুভ ভাইফোঁটা***

“সারা জনমের এই সোনার বন্ধনে
ভাই ফোঁটা দেবে বোন মধু চন্দনে
জীবনের সুখে দুঃখে ভালোবাসা জমা থাকে
কত আশা ভালোবাসা ঈশারায় কাছে ডাকে”

“যদি হতো ফোঁটা বছরে প্রতিদিন
জমতো আড্ডা খুশিতে চিরদিন,
পাওনা গণ্ডার মিষ্টি ঝগড়ায়
জীবন হতো রঙ্গীন।”

“পায়নি যে ভাই বোনের মমতা
যে বোনের ভাই দেয়নি বিধাতা
ভাগ্য জেনেছে নীরবে মেনেছে
তাদের মনের ব্যথা
মানতে চাইনি তবু যাদের মন
তারাই নিয়েছে পাতিয়ে ভাই বোন
আজকের শুভদিনে জড়াতে বন্ধনে
তাদের কত আয়োজন।”
❊ ❊ শুভ ভাই দ্বিতীয়া ❊ ❊

“যে ভাই বোন থাকে দূরে দূরেতে
প্রতীক্ষার ভোর হয়না কিছুতে
হয়ত এই দিনে তাদের জীবনে
পূবালী আসবে ভাইফোঁটার শুভক্ষণে”
⁕⁕ শুভ ভাই ফোঁটা ⁕⁕

About bhai phota

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো ভাই ও বোনের মধ্যে মিল বন্ধনের উৎসব। পশ্চিমবঙ্গে ভাই ফোঁটা এবং পশ্চিম ভারতে  ভাইদুজ এবং, নেপাল ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকা নামে এই উৎসব পরিচিত।

কার্তিক মাসে শুক্লাদ্বিতীয়া তিথিতে কালীপূজার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। পঞ্জীকা অনুযায়ী কখনো কখনো কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়ে থাকে।

এই দিনে দিদি ও বোনেরা তাদের ভাই এবং দাদাদের জন্য দীর্ঘজীবন কামনা করেন। এবং যদি ভাই ছোট হয় তাহলে আশীর্বাদ জ্ঞাপন করেন এবং দাদাদের প্রণাম করেন এবং দাদাও বোনকে আশীর্বাদ করে থাকেন। এরপর ভাই ও বোনের মিষ্টি মুখ ও একে অপরকে সাধ্যমত উপহার দেয়া নেয়া করে থাকেন।

হ্যাপি ভাই ফোঁটা স্ট্রাউস হোয়াটসআপ টেক্সট

Diwali Bengali Quotes Status SMS

জীবনে ভালো সময় আসছে কি না যে ૧ টি লক্ষণ