প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা

প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা

হাওয়া খেতে খেতে, প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা , কলকাতা থেকে ঠিক ১.৫ ঘন্টা দূরে বুরুলের কাছে নদীর ধারে কাটানো একদিন। খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি রিসোর্ট “নদী তীরে”। শহুরে কোলাহল থেকে একদম দূরে নিভৃতে কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা ।

 প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা

কিভাবে যাবেন

১) বেহালা জোকা ঠাকুরপুকুর হয়ে বুরুল হয়ে পৌঁছে যেতে পারেন নদী তীরে
২) তারাতলা বজবজ হয়ে বুরুল হয়ে পৌঁছাতে পারেন
৩) রাজপুর সোনারপুর হয়ে বিবিরহাট হয়ে বুরুল

কি দেখতে পাবেন

সুন্দর হুগলী নদী বয়ে চলেছে রিসোর্টের গা বেয়ে। নদীর ধারে বসে হাওয়া খেতে খেতে সময় কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। রিসোর্টে থাকার জন্য রয়েছে রিভার ভিউ ডিলাক্স রুম আর কটেজ ।সাথে আছে সুন্দর সুইমিং পুল।

 প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা

কিরকম খরচ ?

রিভারভিউ ডিলাক্স রুম ১স্ট ফ্লোর – ২৭০০ টাকা উইথ complimentary breakfast

কটেজ – ৩৭৫০ টাকা উইথ complimentary breakfast
রিভারভিউ ডিলাক্স রুম 2nd floor – ৩২৫০ টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট

বাকি খাওয়া দাওয়া রিসোর্টের মেনু দেখে অর্ডার করতে হবে তবে খাবার এর দাম পকেট ফ্রেন্ডলি ।

Read More :

কতদিন কতরাত কেবল পরিচিত ঘরের চার দেওয়ালের মধ্যে

কতদিন, কতরাত কেবল পরিচিত ঘরের চার দেওয়ালের মধ্যে। অহেতুক নিজেকে আটকে রাখার মিথ্যে প্রয়াস চলে খালি। নিঃঝুম দুপুরগুলোতে বা বেলাশেষের বিকেলগুলো তে ইচ্ছে হতো ইট-কাঠ-সিমেন্টের জঙ্গল ভেদ করে অচিন কোনো গ্রহে পারি দিতে। কিন্তু, না।

 প্রকৃতির মায়াবী রূপ অনুভব করার আদর্শ জায়গা

গানের জাদুতে মাতিয়ে রেখেছে অদিতি চক্রবর্তী